ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা মারধরের অভিযোগ

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা মারধরের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপির সমর্থকরা স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই ২ প্রভাবশালী প্রার্থীর সমর্থকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সতন্ত্র প্রার্থীর সমর্থক আবু তাহের দৌলতপুর পেস্তক সালাম মার্কেটে হারুনের চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় আ’লীগ প্রার্থী মমিন মন্ডলের সমর্থক ইয়াহিয়া গং চায়ের দোকানে তাহেরের উপর হামলা মারপিট ও মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

স্থানীয়রা বলছেন, স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের মধ্যে আগে থেকেই এ হামলা ও আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি করছে। অবশ্য এমপি প্রার্থী মমিন মন্ডলের সমর্থকরা এ ঘটনা অস্বীকার করেছেন। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এ ঘটনা স্বীকার করে আলোকিত বাংলাদেশকে বলেন, সতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত